শুনেছি নাকি মনখারাপে দাওয়াই শুধু মদিরা পান!
মদের ঘরে ভুলবে সবই, মদই সবের পীঠস্থান।
দুঃখ যত মনের মাঝে পুষছ দিনে আর রাতের বেলা,
মদে দুটো চুমুক দিয়েই দুঃখের সাথে হোক রেলা!
বন্ধু বিয়োগ, পত্নী বিয়োগ, কিংবা হোক ভাগাভাগি...
মদের আসর ভুলিয়ে দেয়, মায়া কাটায় বৈরাগীর।
মদই স্বর্গ, মদই ব্রহ্ম! মদই সুধামৃত সমান!
মদের চাইতে আপন কারেও বানায়নি ভগবান।