মনখারাপে কাটছে বেলা, উদাস দুপুর সাক্ষী আছে।
আমার নামে অভিযোগের লম্বা লিস্টি তোমার কাছে।
একটা সময় অভিমানে কাটছে প্রহর তোমায় ছাড়া,
পড়ছি বাঁধা মায়ার টানে যতই হচ্ছি বাঁধনহারা...
একটা আধটা স্মৃতির পাতা তোমায় নিয়ে গল্প লেখে...
ভুলগুলো সব শুধরে নিয়ে ভুলের থেকে অল্প শেখে।
ভালোবাসার ধোঁকা দিয়ে দুনিয়াটা অন্ধ যখন...
তোমার প্রেমের আলো দিয়ে আমি সব দেখছি তখন...
শুরু থেকে শেষ অবধি মনের মাঝে ঠিক বিচরণ,
কেমন যেন অজান্তেই, বেঘর হলো আমার চরণ!
রাগের বশে ভুলের কাছে পরাজিত সত্য কথন...
তুমি আমায় বুঝলে না তো, রতনে কি চিনে রতন?
ঘুরিয়ে পেঁচিয়ে কথার মাঝে ধাঁধার মত জটিল হবে...
সম্পর্কটা মনখারাপের গল্প নিয়ে কথা কবে!
দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায়, স্বপ্ন নিয়ে ভাবি যেমন...
তোমার সাথে অভিমানটা হচ্ছে ঠিক এখন তেমন।
তাই তো বলি বুঝো আমায়, অল্পতেই রাগ কোরো না!
তোমায় আমি ভালোবাসি, কেন বুঝেও বুঝতে পারো না!
টানছি ইতি তোমার গল্পে, সম্পর্কটা আরো জটিল হোক!
সহজভাবে সরল কথা বুঝতে পারে কি জটিল লোক!