সবটাই লিখে বোঝানো যায়, মনের অবস্থা শুধু নয়!
প্রেম হোক বা অসুস্থতা, সব তিলে তিলে করে ক্ষয়।

বুকের বামে হৃদয় থাকে, মনও থাকে তার সাথে!
শরীরের সাথে মনও ভাঙে, ইসিজি কি পারে বোঝাতে?


গানের সুরে, কবির কথায় একটুও যদি ভরপাই হয়;
বুকের ব্যথা তরতরিয়ে জোর গলাতে কথা কয়।


কণ্ঠ ভাঙে, হৃদয় ভাঙে, ভাঙে শরীর স্বাস্থ্য!
চাপের বশে বন্ধ হয় দম, ভাঙে হীরের বিন্যস্ত।


অল্প বিষের সঞ্চারণে দেহের গঠন নড়বড়ে যায়...
অ্যান্টিবডি তৈরি করে অল্পতেই আবার শক্তি জোগায়।


কোনটা কখন কার পরিস্থিতি, উপর থেকে যায় না বোঝা!
লেখা আর হাবভাবে কি মনকে পড়া এতই সোজা?


সময় পেরোয়, পাল্টায় দিন, পাল্টায় মনের হাবভাবের ব্যাপার।
মনটা যেমনই থাকুক না কেন, প্রলেপ দেওয়া নয়তো হ্যাপা।