আজ অন্য স্বাদের গল্প লিখবো তোমায় নিয়ে প্রিয়...
এমন স্বাদ পাওনি তুমি আজও আমি জানি!
কেমন জানি, দ্বিধা হচ্ছে, তবুও আমিই ঠিক
গল্পে এক অন্য স্বাদ তো জন্ম নেবেই প্রিয়।


তিনটে বিন্দু দিয়ে থেমে আবার নতুন করে চলা...
কমা, সেমিকোলন, কোলন আরো কত কি;
জানি তুমি থামবে না নতুন শুরুর জন্য,
কারণ দাড়ি টেনে হবে এই সম্পর্কের ইতি।


ছন্দ ছিল। মাত্রা ছিল। বাধ্যবাধকতাও ছিল কিছু।
কবিতা হতেই পারতো আমাদের সম্পর্কে...
কিন্তু অমিত্রাক্ষর স্বপ্নের নেশায় ডুবে গিয়ে
উপন্যাসের মত কাহিনী ধাওয়া করলে পিছু।


আহা, আবার সেই একই স্বাদ! জমছে না ঠিক এসবে।
রাজনীতির রং টা ছড়াতে বাকি। তাই থামো।
রঙিন এই জগতে রং ছড়াবো কী?
মেঘের মাঝে তারার মত এই স্বাদ ও মেকি।