সে তো বৃষ্টি হয়ে আসতে পারতো।
ঝরতে পারতো শ্রাবণ মাসে।
ভালোবাসতে পারতো আমাকে
যেমন প্রকৃতি ভালোবাসে।


লিখতে গিয়ে থমকে দাঁড়াই
কবিতা লেখার অবকাশ নেই;
হঠাৎ করে চলে এসে সে
কব্জা করেছে আমার মনে।


উথাল পাথাল হৃদয় আমার,
চুমে তার চিবুক খানা...
কপোল বেয়ে অশ্রুধারা
বয়ে তো যাবার না।


হন্যে হয়ে খুঁজে ফিরি,
তার দেখা পাইনা আজও...
তাকে খোঁজার চক্করেতে
পড়ে থাকে জরুরি কাজও।


সঙ্গীতে সে সুর ফলিয়েছে
ডাক দিয়েছে আমার কথার...
ধন্য হই গাইতে পেরে
তার সুরে আমার ব্যথা।


ভালোবাসা জরুরি খুব।
প্রতীক্ষায় থাকি সকল সময়।
একবার ভালোবাসি যদি বলে,
হতে পারি আমি সে-ময়।


স্বপ্নে সে আদর করে
বাস্তবে আমি একা...
এত করে ডাকি তারে
পাইনি তো আমি দেখা।


স্বপ্নচারিণী আমার সে...
শুধু থাকে স্বপ্নের কথায়
তাকে ছাড়া একলা আমি
কথা জমাই কবিতার পাতায়।


ফিরে আসতে পারতো সে
না হয় শ্রাবণ ধারা হয়ে পড়ত ঝরে
কবিতাতেও আসেনা কেন
কেন পাইনা তারে আমার করে?