সামনে দেখি সারি সারি কালো মাথা।
হাতে প্রশ্ন কিন্তু ফর্সা উত্তরের খাতা!
চেষ্টা করলে পাওয়া যায় সফলতা...
বিনা চেষ্টায় সফল হওয়ার আশা বৃথা।


আছে কলম আছে কাগজ আর প্রশ্ন কত;
সবাই ভাবতে বসেছে শুধু অনবরত।
ভাবনার ফল ফলে না তবু এক তো...
উটকো ভাবনা ভিড় করে মাথায় এসে যত।


চোখের পলকে সময় পেরিয়ে হয় শেষ!
শুরুর মত খাতাটাও এখনো ফর্সা বেশ।
প্রশ্নের উত্তর একটুও করতে পারিনা গেস।
গিলেছে আমায় না পড়ার বাজে অভ্যেস।


সূত্র-সংজ্ঞা সব শুরু করে গেছে ফিরে।
মাথার মধ্যে নেই কোনো কিছুই ঘিরে।
কমন বলতে রোল আর নিজের নামটি রে...
মন বলে "চল, সাদা খাতায় জমা দি রে।"


বসে থাকি সবার মত এর ওর পানে চেয়ে–
জানি ফেল হবো সবাই সাপ্লি টাপ্লি পেয়ে...
হেরে যাওয়ার মেঘ যেন আছে মাথা ছেয়ে...
হরি দেখো যেন পার হই এই হরিনাম গেয়ে।