আসলে আশা করা বৃথা। সময়ের সাথে ভাঙে।
আশার ভেলা ভাসিয়ে দিয়েছি মরা স্বপ্নের গাঙে।


বিরহ শব্দটা বড়োই মধুর, কৃষ্ণ বলেছিল রাধাকে!
রুক্মিণী তাই কৃষ্ণ পেল, পেরিয়ে সকল বাধাকে।


দিবাস্বপ্নে দিন কেটে যায়। রাত কাটে নিশির আবেশে।
ভালবাসি বলে দেওয়া যায় সবাইকে অবকাশে।


নিতান্ত স্বপ্নের খেয়া বাই, তাই স্বপ্ন নিয়েই বেঁচে থাকি।
স্বপ্ন ছাড়া এ জীবনের মুহূর্তরা করেছে আমায় একাকী।


ভালবাসা ধার দিয়েছি। আর দেওয়ার কিছু নেই বাকি।
সে ভালবাসা নিয়ে ফেরার আজ, আমার ভাগ্যে ফাঁকি।


ধৈর্য্যের ফল মিঠা হয়... মিথ্যা এ তো নিছক ভাই...
ভালবেসে অপেক্ষার ফল, চিরদিনই টক তাই।


স্বপ্ন দেখা ভালো বেশ। শুধু ভালবাসার না হলেই ঠিক।
ভালবাসার স্বপ্ন দিবাস্বপ্নই। আদতে সে প্রেম আপেক্ষিক।