আমিও তাদের দলে। মাথায় বর্ষাতি।
আর হাতে? জুটেনি আজ কোনও কাজ।
বৃষ্টি ভেজা শহর উষ্মা প্রকাশ করে।
কালো মেঘ মানেই শিরে পড়লো বাজ।


গ্রামবাংলার খবর কে বা আর রাখে!
হয়তো ভেসে গেছে ঘর, উড়েছে চাল।
কাকভিজা ভিজে আছে মানুষজন যে...
এদিকে সোশ্যালে লেখা সুন্দর সকাল।


কেউ ভাবেনি তাদের কথা। শুধু ভেবে
মরে তারা। এইটুকু শীতের বৃষ্টিতে,
হাঁড় কাঁপুনি ঠাণ্ডায় সব ঘরছাড়া।


বৃষ্টি ভিজতে দারুন মজা। আনন্দিত
শহরবাসী। শহরতলী ভেসে যায়...
শীতের বৃষ্টি যেন হয়েছে সর্বগ্রাসী।