এক এক করে সবাই হারিয়ে যায়।
তুমিও চলে গেলে।
যাওয়ার কালে শুধু তুমি
কিছু স্মৃতি রেখে গেলে।
সময়ে খাওয়া দাওয়া,
ঘুম থেকে ওঠা,
আরো কত খোঁজ নেওয়া
চলত ঠিকই একসাথে।
হঠাৎ যে কি হলো...
ব্যস্ততা ঘিরে গেল,
কথা বলা বন্ধ হল,
আর অজুহাতে ভরে গেল।
দূরত্ব বাড়লো, সময় দেওয়া কমলো
আস্তে আস্তে বিচ্ছেদ হয়ে গেল।
একসাথে হাঁটার পথ দু-পথ আলাদা হয়ে গেল।
তুমিও চলে গেলে, আমিও চললাম অন্য পথে।
এক অজানা লক্ষ্যের খোঁজে
পাড়ি দিলাম একলা একাই।
দুজন দুদিকে চলে গেলাম
শুধু রেখে গেলাম
কিছু স্মৃতি
আর স্মৃতি ভরা কবিতা।
মাঝে মাঝে মনে হয়
আমি স্থির দাঁড়িয়ে!
গতীয়মান পৃথিবীর মতো
তুমি চলে গেছো ছাড়িয়ে।
এক এক করে যেমন সবাই ছেড়ে যায়...
মহাপ্রস্থানের পথে যুধিষ্ঠির ছিল যেমন একলা...
আমিও মনে হয় সেই একলাই দাঁড়িয়ে আছি
শুধু স্মৃতিগুলো রয়ে গেছে
ঠিক ওই কুকুরের মত
আর তাকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই।
তুমি চলে গেলে
যেমন সবাই ছেড়ে যায়।
শুধু স্মৃতিটুকু রয়ে গেল...
বরাবরের মতো।
যেমন থেকে যায়।