কলম টা থেমে গেছে, লিখতে ইচ্ছে আর করে না।
আমার কলম থেকে লেখা আর কোনো ঝরে না।
ক্লান্ত হয়ে গেছে কলম, ক্লান্ত কলমের ধারক...
কলম ধরে লিখতে গিয়ে আমি আজ অপারগ।


এতোটাই ক্লান্ত আমার লেখা, এতোটাই ক্ষান্ত...
তাকে নিয়ে লেখার ইচ্ছেও আজ পরিশ্রান্ত।
কেমন করে লিখি তবে কলম ধরে আবার?
কলম আমার ক্লান্তি নিয়ে নিরুৎসাহ এবং অসাড়।


অপারগ হতে হতে নিশ্চিহ্ন হয়ে যাবে একদিন।
নিশ্চিহ্ন হয়ে গেলে কেমন করে মেটাই ঋণ?
কলম জুড়ে কত স্বপ্ন ছিল, আজ দুঃস্বপ্ন সবই!
কলম ছাড়া কেউ মনে রাখবে না, "আমি কবি"...


অতীত হয়ে রয়ে যাবে আমার সব লেখা...
হয়তো মুছেও যাবে মনে থাকা সব রেখা...
আমি কবি হয়েও আর হবো না আয়না...
মেটাতে পারবো না কবিতার যত বায়না!


খাতায় আঁচড় কাটা একদিন বন্ধ হয়ে যাবে,
তাই ভুলে যেও যেদিন সব স্তব্ধ হয়ে রবে।
মলিনতা ছেড়ে আর আমি উত্তপ্ত হবো না...
চাইবো, স্তব্ধ হয়ে গিয়েও কারো মনে রবো না।