বেকুব হয়ে ফিরছি পথে, পথের হচ্ছে না শেষ!
মায়ার খেলায় বাঁধি নিজেকে, বাঁধন যেন অটুট।
তিমির যেন নিশান ওড়ায়, চারিদিকে জয়ধ্বজা-
রু এর খোঁজে চলছে জীবন, মরণ এখানে ঝুট।


নিশির শেষে শুভ্র পৌলমী আসতে চাইছে নভে!
শেষ হয়না রজনীর ঘের, শর্মিলা আমেজে বাসে!
পরিব্রজে বেরিয়ে পড়েছে সুদর্শনা সন্ন্যাসিনী...
ঘুর পথে সে প্রতি পাকে শূন্যেই ফিরে ফিরে আসে।


এ যেন অফুরন্ত-অশেষ অন্ধকার রাজে সবদিকে!
আদি অন্ত একই যেমন সোমনাথের অবস্থান।
রাত থেকে ভোর হওয়ার আশায় পড়েছে ফাঁকি-
কলঙ্কের অম্বর উৎসাহের সাথে আমরা করি দান।


শ্রী এর তৃষা আজ নেই আর- অঞ্জনে ভরা মন।
কালের কালে এসে পড়ে নেই কোনো উচাটন।
এখন রাত: সবাই ঘুমায়; জেগে থাকে শুধু ঘড়ি!
অন্ধকারেও আলোর খোঁজে সেই একক সহযাত্রী।


ঘুরে ফিরে তাও সন্ন্যাসিনী সেই শূন্যে ফিরে আসে!
শূন্য এখন অনিশ্চিত-অনন্ত হয়ে সেই তিমিরে রাজে।
নূর-ই-রোশনাই এর গুরুত্ব আজ তমসা জানান দেয়:
একাকীত্ব বুঝিয়ে দেয় বন্ধু কী দরকার এ সমাজে॥