তোমরা এবার পথ দেখাও। ভবিষ্যতের রাস্তা হোক তৈরি।
কেন যে তোমরা পাল্টি খেয়ে পথিক না হয়ে যে বৈরী!


জটিল থেকে জটিল ধাঁধা সমাধানের পথের পথিক–
সহজ সরল হওয়ায় কি রাস্তা পার হবে সঠিক?


কেমনে ভালো ভালোবেসে পাল্টে ফেলতে নিজের রীত?
বছর বছর মাঘের মাসেই জমিয়ে কিন্তু পড়ে শীত।


বাই উঠেছে ভাবছো যদি উথাল করা মনের টানে...
একটা ছোট দাড়ি টানো, পথ হারাবে নে ভরা উজানে।


একদিন তুমি বুঝতে পারবে, একদিন সিদ্ধান্ত হবে সঠিক।
তুমি যখন ভালোবাসো... সময় নাও! হইও না ক্ষণিক।


জগৎ মানে পিতা-মাতা! তারাই তোমার মূল।
ছিন্নমূল বৃক্ষ হলে গুনতে হয় তার মাশুল।


লক্ষ্য তোমার লক্ষ হলেও, অলক্ষ্যে লক্ষ্য সেধো না!
লক্ষ্যপূর্ণ করতে হবে, একের চরম ছাড়া বেঁধো না।