বলবে, ভালোবাসেনা আমায় যতই আমি ভালোবাসি।
অন্য মেয়ের কথা শুনলেই অভিমান জমায় রাশি রাশি।


রাগ করেছে আমার ওপর। মিষ্টি অভিমানে লাগছে বেশ।
অপরিচিতা বলেছি তাকে। এতেই খাপ্পা। আমি শেষ।


দাঁতে দাঁতে অভিমান, আর চোখে প্রেমের ছাপ স্পষ্ট!
এমন মায়াবী দৃষ্টি আমার উপরে... মাথা হয়েছে নষ্ট।


হৃৎস্পন্দন বেড়েছে প্রচুর। ওর ঐ ভালোবাসার টানে!
কতদিন দেখি না তারে, দূরত্ব কি এ মন মানে?


বয়স বেড়েছে সম্পর্কের। তারুণ্য হয়তো কেটেছে তাই!
বৃদ্ধ প্রেমের সম্পর্কটা অল্প আঘাতে কি ধুঁকছে নাই?


তবু বলবো ভালোবাসি। ভালোবাসা বাঁচে ভালোবেসে!
সে কি ভালোবাসে? যেমনটা লেখা এই কবিতার শেষে?


বলবে, ভালোবাসেনা আমায় যতই আমি ভালোবাসি।
অন্য মেয়ের কথা শুনলেই অভিমান জমায় রাশি রাশি।