তুমি কি আমার প্রেমিকা হবে?
আমরা প্রেম করবো।
গঙ্গার ঘাটে একসাথে বসে চা খাবো।
সরোবরের কালো জলের ধারে বসে থাকবো দুজনে...
আমার হাতে থাকবে তোমার হাত!
আমার কাঁধে মাথা রেখে তোমার সারাদিনের গল্প বলবে।
আমার আস্তিন জুড়ে এঁকে দেবে ভালোবাসার ছাপ।
আমার কলারের উপর তোমার রেশমি চুল বিছিয়ে দেবে...
তার সুগন্ধে ভরিয়ে দেবে আমার শরীর।
দক্ষিণেশ্বরে মন্দিরে পুজো দেবো আমরা...
যেখানে সবার প্রেম কেটে যায়,
সেখান থেকে শুরু করবো আমাদের প্রেম।
উদ্যানের রাস্তা দিয়ে হেঁটে যাবো একসাথে!
চোখে চোখ রেখে বলবো আমরা ভালোবাসি।
ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিয়ে প্রমাণ করবো চাহিদা!
অনুষ্ঠানে আমি আবৃত্তি করবো, আর তুমি মুগ্ধ হয়ে দেখবে।
তোমার শিল্পের কুশলতা আমায় মুগ্ধ করবে।
ভিক্টোরিয়ার ফাঁকা মাঠে কিংবা ময়দানে বসবো দুজন;
কত জমানো কথা নিজেদের মধ্যে আদান প্রদান হবে।
বড়ো রেস্তোরাঁ তে নয়,
পথচলতি রাস্তায় দাঁড়িয়ে আমরা ফুচকা খাবো।
কখনো দেখা করতে এসে আমার পছন্দের শুক্তো বানিয়ে আনবে তোমার হাতে।
আমি কোনোদিন তোমার জন্য তোমার পছন্দের লুচি ভেজে আনবো!
তোমার ঠোঁটের ওই গাঢ় লিপস্টিক অগোছালো করে দেবো কখনো কখনো...
কখনো আমার ফরমাল জামার উপর আটকে থাকবে তোমার চুল কিংবা কানের দুল...
এভাবেই প্রেম করবো দুজনাতে।
বলো রাজি?
প্রেমিকা হবে আমার!
আমি তোমার সাথে প্রেম করতে চাই।
হতে চাই তবে প্রেমিক।
গ্রহণ করবে আমায়?
হবে আমার আজ অবধি না করা প্রেমের কারণ?
হবে?