আমার কবিতা জমকালো হলেও, তোমায় শুধু খোঁজে।
তুমি শুধু তুমিই আছো, আমার কবিতার প্রতি খাঁজে।
আমার শুধু তুমি আছো, তুমি ছাড়া আর তো আমি নেই।
কবিতায় শুধু তুমি আছো... খুঁজে পাবে আর কেই?
তোমাকে নিয়ে লিখছি শুধু বারো মাস আর রাত দিন!
কবি হলেও কবি নই, বেকার সত্যি আমি তুমিহীন।
কবিতা মানে তুমি শুধু, ভালবাসি তোমাকেই আমি...
কবিতা তাই আমার কাছে সবকিছুর চেয়ে দামী।
আমি বলি ভালবাসি, ভালবাসি কবিতা শুধু!
তুমি ছাড়া সেই কবিতা মরুভূমির বালি ধুধু।
প্রেমের কবিতা তোমাকে নিয়ে, ব্যর্থতাও তোমায় দিলাম!
তোমাকে ছাড়া কবিতার দাম বিনামূল্যে হবে নিলাম।
একটা একটা করে সময় পেরিয়ে আসবে আরো কত!
সত্যি! তোমাকে ছাড়া হয়না কোনো কবিতা-কবিতার মত।
বেশ ছিলাম একলা আমি, প্রেম ছাড়া বেশ কাটত।
আজকে প্রেমিক কবি হয়ে কাটতে চায় না রাত তো।
তোমাকে নিয়ে প্রেমের কবিতা লিখছি তাই আবার...
ভাবতে ভাবতে তোমায় নিয়ে কবিতা দিয়েই রাত কাবার।
তুমি শুধু তুমি করে দিনরাত শুধু কবিতাবাসী।
কবিতাকে ভালবাসি, মানে আমি তোমাকে ভালবাসি।
তুমি আমার প্রেম আর তুমি আমার কবিতার বাসা!
তোমাকে নিয়ে কবিতা লেখা... আমার একমাত্র ভালবাসা।