একটা সময় তোমায় শুধু আমার ভাবতাম...
আজকে অন্য কারও হবে, সেটা কি জানতাম!
আবার হয়তো দেখা হবে, আশায় বাঁধি ঘর।
আজকে তুমি অন্য কারও, আমি হলাম পর।


বিয়ের পোষাক পরিহিত দূর থেকে দেখি...
বেহুঁশ হওয়ার জোগাড় যেন, প্রেম নয় মেকি।
জড়িয়ে ধরা তুমি আমার অন্য কারও হলে...
তোমার বিরহে কোনরকমে আমার যাবে চলে।


দূরে থাকো, দূরেই থেকো। কাছে এসো না আর।
অন্য কারও তুমি আজ, সঙ্গে থেকো তার।
তুমি-আমি কপোত-কপোতী ভেবে মরা ভুল!
তুমি ছাড়া আমি আজ তো কিংশুকের ফুল।


ভুলতে চাই তোমায় আর তোমার এই রূপ:
শেষ জীবনে কৃষ্ণ নামে হইও সুগন্ধি ধূপ।
আজকে তুমি অন্য কারও, তুমি আমার না।
তার সঙ্গে সুখে থেকো, ভুলো আমার নাম।