কাগজ দিয়ে বানাচ্ছি প্লেন, উড়ছে আকাশে,
তোমার বাড়ি পাশের লেন, ভীষণ সর্বনেশে।
দু পা গেলেই চোখাচুখি, হৃদস্পন্দন স্তব্ধ।
তুমি আমি মুখোমুখি, সাক্ষাতে উপলব্ধ।
জানিনা কোন কল্পনায় দুজনের অভিমান...
মনের কত জল্পনায়, ভালবাসার অভিযান।
ব্যারিকেড লেগেছে আজ, মিলনে কারফিউ।
প্রেম কি হয় এতে নারাজ, চুমু থাকে ডিউ?
নেশাতুর হই প্রতিটা সময় তোমারই চোখে;
কী বা কই, আমি তুমিময়, চাই তোমাকে।
স্বপ্ন ঘিরে শুধু তোমার অবস্থান, আমি নিঃস্ব!
তুমি আমার আবেগ অভিমান, তুমি আমার বিশ্ব।
ভাবছি তোমায় নিরন্তর, যতবার নি শ্বাস!
তুমি ছাড়া বুক মরু প্রান্তর, তুমি মরীচিকা বিশ্বাস।
কাগজ কলম তুমি আমার, তুমি কবিতার ছন্দ।
তুমি ছাড়া আমি কী? কার? করে ফেলি ভালোমন্দ।
পলকের স্মৃতি, তুমি বিবৃতি, তুমি প্রেম অপ্রেম সবই।
তোমার চাহিদায় সব কবিতাই লিখেই আমি কবি।