দেখবে যাদু, দেখবে ভেল্কি, আছেন মায়াজালের ওস্তাদ!
পিসি সরকার নাম যে তাঁর, করবে কেই বা কিস্তিমাত?
হাতের সাফাই ভালোই জানেন, অভিজ্ঞতার ক্যালমা।
সময়ের সাথে দিনের দিন বাড়ছে দেখো তাঁর অ্যালমা।
কঠিন বড়ই ফাঁকি ধরা, এতই জলদি হাত সাফ করেন,
কমলালেবুতে রক্ত ভরা কেমন যেন লাল রঙের।


অনেক তাঁর সাগরেদ আছে, বিরাট তাঁর ভক্তবল।
"সানাই টা না গর্জে যত তর্জে যে তার পোঁ এর দল।"
বালুচর হচ্ছে গরম, সূর্যর প্রখর রোদের তাপে...
যাদুকরের এমন মায়া, সে তাপ ও যে সয়ে যাবে।


একাই রাজ করছেন তিনি। তাঁর ক্ষেত্রে কই বিরোধী?
গদির লড়াই করবে কে? রুখবে কে তাঁর গতিবিধি?
চেয়ার জুড়ে তাঁরই বাস। চেয়ার ছাড়া হবেন না তো...
কাউকে তিনি ডরান না, ভয় পেয়ে যায় বজ্রপাতও।


ভোটের লড়াই লড়তে শেখায় তাঁর মায়ার মায়াজাল।
মায়ার টানে আমিও বাঁধা, কেমনে কাটি বেড়াজাল!
লিখতে বসি তাঁকে নিয়ে, লেখার তো হয়না শেষ...
তাঁর মায়ায় পড়েছি বাঁধা, পিসি সরকার কংগ্রেটস!
এত কিছু ফেলছি লিখে, ভোটের মরশুমে ভোটার হয়ে...
দেখবেন গুরু, পিসি সরকার, দেবেন না প্লিজ কেস দিয়ে।