কেহ খোঁজে অর্থকড়ি
কেহ খোঁজে চাকরি,
কেউবা খোঁজে মিথ্যে সম্মান
কেউবা খোঁজে টুকরি।


কিন্তু কেহ আছে কি ভাই
সত্য পথের সন্ধানী?
সত্য কাজের সন্ধানে ভাই
হয়না কোন মানহানি।


উদ্যামী এক বালক ছিলো
সত্য পথের সন্ধানী,
বহু দেশ ঘুরে ঘুরে
দেখেছে অনেক জ্ঞানী গুনি।


বহু কষ্টে যাত্রা শেষে
দেশে এসেছে ফিরে,
সত্য পথের সন্ধান নাহি
পেলো ভূবন জুড়ে।


যাত্রা শেষে ব্যথিত বক্ষে
পায়ে হেটে ধায়,
এমন সময় বৃদ্ধ এক
পথিকের দেখা পায়।


শুষ্ক কন্ঠে পথিক বলে
কি খুঁজছো ভাই?
বালক বলে:
সত্য পথের সন্ধান আমি চাই।


বৃদ্ধ বলে:
উদ্যামী হে সত্য কর্ম কর
সত্য নিয়ে
জীবনটাকে ফুলের মত গড়।