পাল তোলা নৌকার মতো ভেসে গেল
জীবনের অনেকটা সময়
বুকের ভিতরের চাপা কান্নাগুলো
কখনোই আর হাসিতে ভরে উঠলো না।
ডুবে যাওয়া সূর্যের মায়াবী আলোয়
প্রথম দেখলাম তোমায়।
চোখ রাখলাম তোমার নীল চোখে।
হাজারো রহস্যে ভরা ঐ চোখের গভীরে
পৌঁছানোর আগেই থামতে হলো আমায়।
ভরা পূর্ণিমার রাতে মাঝ নদীতে
পাল তোলা নৌকায় বসে
অজস্র তারার মাঝে
তোমার চোখে স্বপ্ন বুনে গেলাম।
মধ্যরাতের নীরব কান্নায়
পার হলো রাতের পর রাত।
উত্তাল হাওয়ার পিঠে চড়ে
পাড়ি দিলাম সাদা মেঘের দেশ।
খুঁজে পেলাম না কিছুই।
মিশে যেতে থাকলাম
তোমার চোখের গভীরে আরো গভীরে।