মাঝরাতে ঘুম ভাঙ্গালে সেদিন
উঠে বসতে না বসতেই অদ্ভুত আবদার
ছাদে যাব, চলো।
তোমার মায়াবী চোখের তীব্র আকাঙ্খা
উপেক্ষা করার সাহস হলো না।
ভেসে যাওয়া জোছনার
সৌন্দর্য উপভোগে মত্ত আমরা।
খুশিতে চিকচিক করতে থাকা
তোমার চোখে রাখলাম চোখ।
পোষ মানা পাখির মতো
আমার বুকে লুকালে তোমার মুখ।
বসন্তের ঝিরঝির বাতাসের মতো বলে গেলে-
তোমার বুকে মাথা রেখে
পার করতে চাই অজস্র রাত
পাড়ি দিতে চাই দিগন্তের সীমারেখা।