মধ্যরাতের ব্যালকনিতে চেয়ারে বসে
মুগ্ধ চোখে আকাশ দেখি
টবে লাগানো ফুলের গন্ধে মোহিত হই।
অনুভূতির দূয়ারগুলো প্রজাপতির ডানায়
উড়তে চায় আকাশ পানে।
অসংখ্য তারার মাঝে খুঁজে পাই তোমায়
মমতার পরশ বুলিয়ে যাও আনমনে।
রাত যত গভীর হয়
অনুভব ক্ষমতা তত বাড়ে
তোমাকেও তত বেশি খুঁজে পাই।
জোসনার নীল টিপ পরিয়ে সামনে বসাই তোমাকে
মেতে উঠি গল্পে।
বুঝতে পারি তোমাকে
অনুভব করতে পারি শিরা- উপশিরায়
তোমার নিঃশ্বাসের শব্দও তখন আমার কানে বাজে।
আকাশের তারার মাঝে,
শুভ্র মেঘের ভাজে ভাজে
সুনসান নিরবতার মাঝে
তোমার অস্তিত্ব দৃশ্যমান হয়
আমার কাছে।
রাতের শান্তির ঘুম তখন
তোমার চোখের তারায় স্বপ্ন বোনে
মেতে উঠি গল্পে।
পার হয় সময়, পার হয় রাত
পার করতে ইচ্ছে হয় এমন হাজারো রাত
শুধু তোমার সাথে।