ব্যস্ত প্লাটফর্মের একমাত্র আমিই ছিলাম শান্ত, নিশ্চুপ।
তোমার আগমণের প্রতীক্ষায়-
পল পল করে বয়ে চলা প্রতিটা সময়।
আর কতটা সময় অপেক্ষা করলে-
তোমার আসার সময় হবে,
তা একটু বেশিই ভাবাচ্ছিল আমাকে।
গন্তব্যে যাওয়ার ট্রেনটিও এসে পড়ল।
তোমার পদধূলি পড়ল না-
অপেক্ষায় থাকা প্লাটফর্মে।
ক্লান্ত, অবসন্ন, বেদনায় নীল হয়ে যাওয়া
মনটাকে কিছুতেই বোঝাতে পারছিলাম না যে,
তুমি আর আসবে না।
ব্যস্ত হয়ে উঠল প্লাটফর্ম।
কেউ বাড়ি ফেরার তাড়ায়, কেউবা গন্তব্যে।
ছেড়ে দিল ট্রেন।
জানালার পাশে বসে
প্লাটফর্মের দিকে তাকিয়ে তখনও আমি।
আমার চিন্তা, আমার ইচ্ছা, আমার স্বপ্ন
সব যেন দূরে, বহুদূরে সরে যাচ্ছে;
চলন্ত ট্রেনের মতো।