সাদা মেঘের বেশে
অবশেষে এলে
রংধনুর সাত রং ছড়িয়ে।
পাখনা মেলা ময়ুরের মতো
নেচে উঠলো মন
খুশিতে ভরে গেলো আমার চারপাশ।
আশার ডালপালা বিস্তৃত হয়ে
ছড়িয়ে পড়লো পুরো আকাশ।
অপেক্ষার প্রহর যেন শেষ হয় না
প্রিয়াকে প্রথম দেখার।
মধ্যরাতের হালকা শীত উপেক্ষা করে
কুয়াশার চাদর ছিড়ে
চলে এলে আমার কাছে।
পড়লো দুচোখ তোমার চোখে।
সমুদ্রের গভীরতা দেখা হয় নি,
দেখলাম তোমার কাজল চোখের চাহনি।
তোমার মায়াবী মুখের পরতে পরতে
ছড়িয়ে থাকা ভালোবাসার সাদা মেঘগুলো
আবেশে ভরিয়ে দিলো আমার মনকে।
অসংখ্য গোলাপের পাপড়ির মাঝে
স্পর্শ পেলাম তোমার
লজ্জায় লাল হলে তুমি।
হেসে উঠলো পৃথিবী, রঙিন হলো চারপাশ।
ভালোবাসার আবেশে মিলেমিশে একাকার হলাম
আমি আর তুমি।