বঙ্গ সঙ্ঘের করে সঙ্গ,
ধন্য হলাম ছেড়ে বঙ্গ,
তাঞ্জানিয়ায় এসে।
কত যে দাদা, দিদি,
ভাই ও বোনের
সঙ্গে মিলে মিশে।


বারো মাসে তেরো পাবন
লেগে আছে হেথা,
কব্জি ডুবিয়ে ইচ্ছেমত
খাওনা এটা সেটা।
তারই সাথে জমিয়ে নাটক
কবিতা ও গান,
পিকনিক, ও আরো কত
হরেক অনুষ্ঠান।
দুগ্গা পুজোর জন্য এখন
চলেছে জল্পনা,
পুজোয় কিন্তু আসতেই হবে
নইলে ছাড়বো না।
মারাঠা ক্লাবের সিঁড়ি বেয়ে
উঠবে দোতলায়,
উঠতে উঠতেই পাবে শব্দ
ঢাকের বাজনায়।
মহালয়ায় শুরু করে
বিজয়াতে শেষ,
তারপরেই লক্ষীপুজো -
কালিপুজোর রেশ।


রোজ রাতে শোয়ার সময়
ভগবানকে বলি -
"রেখো মোরে এইস্থলেতেই
যেকটা দিন চলি"।।