বৈ চেয়ে হৈ চৈ তুমি আর কোরো না
এর চেয়ে খৈ খেয়ে বাপু গান ধরো না।
বৈ পড়ে কে কবে বড় হল বল তো?
গান গেয়ে দেখো চেয়ে শানু, পানু হল তো!
তাই বলি বৈ ছেড়ে বসে পড় ছৈ এ
ছড়া দাও তারেতে হও বড় গাইয়ে।
গান গেয়ে কান মূলে পাবে কত রৌপ্য
কি হবে পড়ে ওই বুনো গাল-গপ্পো!