চাঁদে পাড়ি দিলে শেষে
চন্দ্রযান মোদের,
গরবে ছাতি চওড়া হল
ভারতবাসী সবের।


চাঁদের মাটি, চাঁদের বাতাস
চাঁদের বুকে ঘোরার -
এতদিনের স্বপ্ন সবার
পূরণ হল এবার।


পৃথিবীর ভাই চাঁদমামা
মানলো অবশেষে,
ভারতবাসীর প্রেমপাশে
ধরা দিল এসে।


ইসরোর বিজ্ঞানীগণ
মস্ত বড় বীর,
বিশ্বের দরবারে দেশের
উচ্চ করলে শির।


হিঁদু, মুসলিম, শিখ, খৃস্টান
সকল মানুষ আজ,
বিভেদ ভুলে এক হয়ে
জানায় সাধুবাদ।


কয়েছিল যা একদা
বিশ্বকবি কবে -
সত্যিই ভারত ধরা মাঝে
শ্রেষ্ঠ আসন লবে।


পরিশেষে আরেকটিবার
ধন্য ধন্য করি,
সর্বক্ষেত্রে আমরা যেন
শ্রেষ্ঠ হতে পারি।


বিভেদের মাঝে আমাদের
মহান সকল কর্ম,
শিখাবে সবারে, দেখাবে সবারে
মানবতার ধর্ম।।


🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳