"পার্থ চোর, আমি সাধু",
ভোজবাজি! না কি জাদু?
এই শুনে হাসছে সবাই -
মা, বাবা, ঠাম্মা, দাদু।


কোটি কোটি টাকার পাহাড়
ঠকিয়ে মানুষ করলে সাবাড়,
তবুও এ নিমিত্ত মাত্র -
ধারণা আমার, তোমার, সবার।


আলিবাবা কুনকে দিয়ে গোনে
আর ইডি কাউন্টিং মেশিন আনে,
শয়ে শয়ে লোকের চোখের জলে
পাঁচশো দিন পেরোয় অনশনে।


ঠকে ঠকে পিঠ ঠেকে
দেয়ালটাই গেছে বেঁকে,
গরম গরম রুটির মত
চাটুতে মানুষ খাচ্ছে সেঁকে।


পরিবর্তনের ঠেলায় পড়ে
গুন্ডারা আজ শাসন করে,
আবার চাকা ঘুরবে কবে -
এই চিন্তাই সকল ঘরে।


মা, মাটি, মানুষ বেচে -
বাংলার মুখ বলে খচে,
"ধরবি আমায়, আয় না দেখি"
দেব আমি আঁচড়ে, খামচে।


একদিনেতে হয়নি জানি,
তবুও আমি প্রহর গুণি,
আসবে সুদিন অচিরেই তার -
আমি মঙ্গল ধ্বনি শুনি।


সদর্থকে রাজনীতি
ধরবে লাগাম, এই তো রীতি -
সুখ শান্তির সুশাসন -
ঘুচাবে দ্বেষ আনবে প্রীতি।।