মনের সুজন নাই রে -
মনের সুজন নাই।
অর্ধজীবন গেল খুঁজিবারে,
তবু দেখিতে না পাই রে।


গোরার নিত্যানন্দ ছিল,
নবধামে প্রেম-জোয়ার এল,
(আবার) কৃষ্ণার্জুনের সারথি হয়ে -
রচে গীতা ভাই রে।


সুজন যেজন মনের মতন,
যেন কত জনমের আপন,
হেরিলে তারে অশ্রু ঝরে,
তারই গান গাই রে।


সুজনকে যে ধরে দেবে,
কালীচরণ তার ভৃত্য হবে,
ওরে সুজন বিনা ঘুম আসে না -
জেগে রাত কাটাই রে।।