দুর্নীতি লাভ সাইন, দুর্নীতি ইশারায়,
দুর্নীতি পাঁচিলে, তবুও কি বাঁচা যায়?
দুর্নীতি গরমেতে ডুব দেয় পুকুরে,
সিবিআই জল ছেঁচে টেনে তোলে আহারে!
দুর্নীতির বড় গেরো, পায় না তো লুকাতে,
ইডি সিধে চলে যায় বান্ধবীর বাড়িতে।
খাটের তলা থেকে গয়নার বাক্স -
টিভিতে ঝগড়া তিনরাত টক শো।
দুর্নীতি হুঙ্কার দেয়  বড় রোষেতে -
'টাকা দিলে তবে আমি ভেগে যাবো বিলাতে।'
এই দেখে জনগণ হয়ে পড়ে হতবাক,
হাসবে না কাঁদবে - সত্যি বড় বিপাক।
সাথে চলে সার্কাস দুর্নীতি ছাপিয়ে,
জনতা সেই দেখে হেসে পড়ে লুটিয়ে।
এ এক আজব কাণ্ড-কারখানা,
তোমরা পড়বে শুধু হাসতে কিন্তু মানা।।