দে মা, আমার মনটাকে পাথর করে,
যাতে তোর ব্যথার আঘাত,
আঁচড় না কাটতে পারে।


তোর দয়া হলে পরে,
অবিরাম দুঃখ ঝরে;
শুধু মনটাকে রেখে দে মা -
তোর রাঙা চরণ-পরে।


তাইতো মাগো, চুপটি করে,
জগৎ-সংসারের ধারে,
দাঁড়ায়ে রয়েছি আমি,
ওগো অন্তর্যামী;
দেখি তোর লীলাখেলা,
হাসি-কান্নার মেলা;
মন বলে শুধু মা ডাকেতেই -
মায়াপাশ কাটতে পারে।


তোর হাসিতেই হাসি মাগো,
তোর বিরহেই কাঁদি;
কবে তুলে নিবি কোলে -
সেই কথাটাই ভাবি;
কিছুই ভালো লাগে না আর -
যখন তোকে মনে পড়ে।