কাকুর পরে ভাইপো যাবে
আইনের হাঁড়ি-কাঠে,
পিসিমণি একাই এবার
ঘুরবে পথে-ঘাটে।


হারাধনের ছেলের মত
সব খুইয়ে এসে,
পাগলাগারদে যেতে হবে
দেখো শেষমেশে।


মানুষের আশা ভরসা নিয়ে
ছিনিমিনি খেলা!
শেষ বিচার করেন ঠাকুর,
এই তাঁর লীলা।।