আছেন এক দেবশিশু এই ধরাতলে
বাঁধা আছে টিকি তাঁর পিসির আঁচলে।
জন্মে ফুর্তি করতে বিদেশে বাস
হটাৎ ফিরে এলেন করতে সর্বনাশ।
রাজনীতি না করেই হলেন যুবরাজ
চুরি করা, ধোঁকা দেওয়া, এই তাঁর কাজ।
মিথ্যা বচন বিনা সত্য কথন
নিজের অজান্তেই ভুলে গেছে মন।
সোশ্যাল মিডিয়ার সর্বত্র নজর
কোথায় কে কি করে সব পান খবর।
ভাত, ডাল, তরকারি নাহি রোচে মুখে
গরু, বালি, কয়লা খান চেটে পুটে।
পঞ্চায়েত ভোটের আগে নব জোয়ার
নতুন উপায়ে চুরির ফন্দি আঁটবার।
কত ক্লেশ সহেন তিনি কষ্টে ফাটে বুক
ক্যারাভানে সবই আছে তবু নাই সুখ।
রাত্রিবাসের খরচ কোটি কোটি টাকা
তবু তাঁর কষ্ট পড়ে নাকো ঢাকা।
এই টাকা কে দিল কেউ জানে না
কোথা থেকে এল টাকা প্রশ্ন করে না।
দুর্নীতির ধারে-কাছে আসেন নিকো তিনি
নাম এলেই ফাঁসির মঞ্চে ঝোলেন এখুনি।
তবু ইডি ডাকলে সুপ্রিম কোর্ট যান
রক্ষাকবচ সেথায় যদি তিনি পান।
তাঁর মত বীর কেহ এই ধরাধামে
দেখে নাই বাংলা - সকলে প্রণমে।
এক্ষণে জয়ধ্বনি তোলো সবাই
দেবশিশু পাঁচালির অন্ত হেথাই।।