বল তো বীর উন্নয়ন
তিহার জেলের ভেতরটা
দেখতে ঠিক কেমন?


গুড় বাতাসা দেয় কি সেথা
চড়াম চড়াম বুলি,
বোমা মেরে ওড়ায় নাকি
সান্ত্রীর মাথার খুলি?


শুনি নাকি দীপক জেলার
লোকটি অতি ভালো,
গোবরেতে পদ্ম ফোটায়
আঁধারে জ্বালে আলো।


মোলাকাত হল বুঝি
সেই সিংহমের সাথে?
বাঘে-সিংহের দ্বৈরথ
দেখুক বাঙালি প্রাতে।


কিন্তু বাঘের শ্বাসের ব্যারাম
করলে সবই মাটি,
শেষে সিংহের দুই পায়ের
চাটলে দুটো চটি।


চটি চেটেই অবিশ্যি বেড়াল
হয়েছিল বাঘ,
তাই চটি চাটতে আজ বাঘের
নেই কোনো রাগ।


সেই বাঘের রিং-মাস্টারনি
যেদিন খাবি খাবে,
বাংলার আপামর মানুষ
সেদিন শান্তি পাবে।


সেইদিনটার তরে সবে
হত্যে দিয়ে ভাই,
করে কত মানত পূজন
অধিক জানা নাই।।