সবুজ সাথী তুমি, সবুজ তোমার মন,
সেই সবুজে মাতলো আজি এই ত্রিভুবন।


সেই পরশে মাতবো বলে চলি বৃন্দাবন,
ওগো প্রাণসখা আমার প্রেমে অচেতন।


পাগল আমি হলেম আজি হৃদয় বীণার সুরে
আমার শূন্য কলস পূর্ণ করো প্রেমসুধায় ভরে।
তুমি আমার জীবন-মরণ, সকল ধনের ধন,
তোমার-আমার মিলন লাগি ব্যাকুল আমার মন।


তোমার সাথে প্রেমের গাঙে ভেসে চলি দূরে,
মন সে কোথায় হারায় যে কোন অজানা প্রান্তরে,
অরূপেরই মাঝে মোদের মিলন অনুক্ষণ,
তুমি হাসাও, তুমি কাঁদাও, তুমিই চিরন্তন।।