উজাড় করে দে রে মন
গুরুর চরণে,
গুরু বিনে নাই যে কিছুই
এই ভুবনে।


যেদিকে যাই, যেদিকে চাই
গুরু বিনা কারেও না পাই,
সবার মাঝে গুরুকে দেখে
রই মগনে।


গুরু মারে, গুরু ধরে,
সোহাগ ভরে আদর করে -
কখনো হেঁসে, কখনো কেঁদে
থাকি চরণে।


কালীচরণ গুরুর সাথে
গাঁঠ বাঁধলো ভবের হাটে,
সংসারের সার সে চিনে
লয় জীবনে।।