প্রেমের গাঙে বান ডেকেছে,
ভাঙলো রে ওই, ভাসলো যে তোর
মনের কারাগার।


তোমার আলোর আলোড়নে কাটুক অন্ধকার,
ধুয়ে যাক যত জীর্ণ, পুরাতন সংস্কার,
তারই মাঝে উঠুক জ্বলে সত্য পুরুষাকার,
ঘুচুক আঁধার, ঘুচুক সাকার, ঘুচুক সবাকার।


আমার আমি গেলেম ঘুচে তোমার সাথে মিলে,
বাইছি তরী অকূলনীরে প্রেমের ধ্বজা তুলে,
দোলাও তারে তুমি চির আনন্দেরই মাঝে
সত্য প্রেমের ছন্দে তারে সাজাও নবীন সাজে,
দূর করে দাও মানব মনের সকল হাহাকার,
আপন করে নাও গো মোরে পরায়ে প্রেমহার।।