তোর  চরণ-তরণী দেে মা তারিণী
করো মোরে পার,
বিষের জ্বালায় ভূতে পালায়
বিষাক্ত সংসার।


ভালোবাসা মায়ার নেশা,
ধন, মান, যশ, নারী,
ঘুরিয়ে তারে শিখাও মোরে,
সর্বভূতেই হরি।


তব পাদ-পদ্মে সদা
ভক্তি রাখো ধরে,
অজ্ঞানতায় রুষ্ট হয়ে
দিও না দূর করে।


তোমায় ছাড়া সর্বহারার
নেই কোনো সম্বল,
ছাড়িবি না কভু মোরে -
বল রে মাগো বল।


তোর ওই চরণ বক্ষে লব
কাটবে সকল পাশ,
অভাগা কালীচরণের এই
একটিমাত্র আশ।।