যখন গব্বর সিং পাদে,
গাঁয়ের লোকে দৌড়ে পালায়
ছেলে-বুড়ো নির্বিবাদে।


​যখন জয় আর বীরু পাদে,
জয়া বচ্চন ঘোমটা টানে
বসন্তী একনাগাড়ে কাঁদে।


​যখন ঠাকুরসাহেব পাদে,
কয়েদিরা কাজ ফেলে
ঢুকে পড়ে গরাদে।


​পাদে যখন হেলেন,
সে সুবাসে গব্বর তখন
দুপেগ হুইস্কি গেলেন।


​আসরানি পাদ দিলে
সব কবুতর উড়ে পালায়
খাঁচার জানলা গলে।


​পাদের ভেতর শোলে
এমনই তালেগোলে
মিশে কত গন্ধ বেরোয়
নাক টানে সক্কলে।।