মা কালী আমার বড়োই ভালো,
যদিও তার রঙটি কালো
জ্বালে সে যে জ্ঞানের আলো,
আবার যেজন হয় কালীপ্রেমী
তারে দুখের খাদে ডোবালো।


কালী, কালী, কালী বলে
কতজনে পাগল হলো,
মাকালী আমার পাগলী বলে
পাগল ছেলে বাসে ভালো।


মন্দ-ভালোর এই দুনিয়ায়
হরেক রকম রং দেখালো
সেসব রং মেখে, সং সেজে মা
মনের জ্বালা কই জুড়ালো?


সংসারের এই অসার খেলা
খেলে শরীর অবশ হোলো,
এখন ঘরের ছেলে কোলে তুলে
ঘরে ফিরে নিয়ে চলো।