আমায় সকল সময় যুক্ত কর
তোমার মুক্ত সুরে,
এই রুক্ষ, শুষ্ক চিত্তে সদা
করুণা পড়ুক ঝরে।


অহেতুকী প্রেমনদী  
বহে চলুক নিরবধি
সকল ছিন্ন করে,
জীর্ণ সকল যাবে চলে    
আপন-পর দ্বন্দ্ব ভুলে
মাতাবো সবারে।


সবার সাথে মিশবো যেদিন
তোমার পরশে,
হাওয়ায় ভেসে তোমার মাঝে
মিশবো হরষে,
জীবন আমার পূর্ণ হবে,
সত্যিকারের মানুষ হবে,
বলে কালী কাঁদে রে।।