নিরুপায় না হলে পরে
হবে না উপায়,
দ্রৌপদীর আঁচল ধরে
কৃষ্ণ ডাকা দায়।

দুহাত ছেড়ে ডাকতে হবে,
তবেই তাঁর দেখা পাবে,
কর্ম শুধু থাকবে সাথে
শুষ্ক বল্কলের ন্যায়।

জীবের আবার শক্তি কোথা?
যখন তুমি বুঝবে সেটা,
কর্ম তখন হবেন কর্তা,
তুমি নিরুপায়।

পাটোয়ারী বুদ্ধি ছেড়ে,
নামটি ধরে রইবি পড়ে,
গুরুরে বকলমা দিয়ে
কালি হুঁকা খায়।।