দাও না গুরু বেরং আমার
মনেতে রঙ ভরিয়ে,
বসন্তের এই উতল পবন
দাও না তাতে জাগিয়ে।


তরুলতার হরিৎ বরণ
করে আমার মনোহরণ,
অসীম নীল গগন মতন
হৃদয় দাও না বাড়িয়ে।


গহন কালো চিন্তারাশি
দূর করিয়ে দাঁড়াও আসি,
মধুর হাসির দীপ্তিখানি
দিগন্তে দাও ছড়িয়ে।


কৃষ্ণচূড়া ফোটাও তুমি
মনের সকল কোণে,
ক্ষণে ক্ষণে কুহু ডাকুক
মম কুঞ্জবনে;
বাসরঘরে ঘটবে মিলন
ফুলদামে করবো বরণ,
নিজেই যাবো হারিয়ে।।