চপ, ঝালমুড়ি, তেলেভাজা ছাপিয়ে
বাংলার কুটিরশিল্প -
"দুয়ারে বোমা", চমকিও না -
ভেবোনা গালগল্প।


মমতাময়ীর মমতা কত
ভাবলে অবাক হই,
বোমার তরে মরছে মানুষ -
তেনার হুঁশ কই?


গায়ের জোরে জিততে হবে
মারতে হবে মানুষ,
বিরোধীশূন্য এই রাজ্যে
উড়বে জয়ের ফানুস।


জলের কষ্ট, রাস্তা ভাঙা,
বিরোধীদের রটনা,
পিসি ভাইপোর কোম্পানি শুধু
ক্ষমতা চায়, জানোনা?


দেখছে মানুষ, ফুঁসছে মানুষ,
ছুটছে রাতের ঘুম,
বারুদের স্তূপে আমরা সবাই,
পরিবেশ নিঃঝুম।


সরকারী কর্মীদের আন্দোলনে
কাটলো যত বেলা,
পুলিশ যেদিন সামিল হবে
জমবে তত খেলা।


সেদিন আমি দেখবো খেলা
স্টেডিয়ামেতে বসে,
তোমরাও সাথে থেকো আমার
হাততালি দিও কষে।।