প্রভু দেখাও তোমার রূপ -
যে রূপে মোহিনীমায়া
হয়ে থাকেন নিশ্চুপ।


তোমারি সে রূপের লাগি
খুলে রাখি আঁখিপাতি
বাসনা মোর অশ্রুধারায়
ঝরে পড়ে টুপ্ টুপ্।


ভাঙবে ঘোর মেলবো নয়ন
হবে সেই অরূপ দর্শন,
দেহ-মন্দিরে জ্বালবো আমি
নরনারায়ণের ধূপ।।