বিকেলবেলায় পাখির ডাকে
মন ঘোরে মনের ফাঁকে
অলস ভাবে।


পড়ন্ত রোদ, গাছের ছাওয়া
গায়ে মেখে মধুর হাওয়া
কি সে ভাবে?


স্মৃতির থাকে থাকে ঘুরে
গহিন মনের অন্তঃপুরে
ভাবে যাবে।


উদাসী সেই পথের পারে
বাঁশী বাজে করুণ সুরে
কাছে ডাকে।


সকল চিন্তা জলে ফেলে
তাঁহার কাছে যাইগো চলে
ধীর, স্থির ভাবে।।