নাও এলোরে এলোরে নাও,
উঠে তাতে চড়ে বসো,
মনটা দিয়ে মন্ত্র-টিকিট -
কেটে প্রেমের গাঙে ভাসো।


গুরুর হাতে বৈঠা বাওয়া,
ভবসাগর পাড়ি দেওয়া,
আনন্দেরই শীতল হাওয়ায় -
গলা খুলে গাইবে এসো।


মনে দ্বিধা, দ্বন্দ্ব নিয়ে -
দেখলে বহু চেয়ে চেয়ে,
ব্যাপারটা না ধরতে পেরে -
এখন বুড়ো আঙুল চোষো।


কালীচরণ লাইনে আছে,
মন-পারানি নিয়ে কাছে,
বসতে জায়গা হবে নাকি?
দেখি, একটু সরে বোসো।।