জয় গুরু জয় গুরু ধ্বনি                   তোল রে আমার মন,
একলা বসে ঘরের কোণে                 ভজ রে সেই রত্নধন।


যদি থাকে এই কপালে                   গুরু খুঁজে দেয় গোপালে,
পড়িয়া তার চরণতলে                     জপ মন্ত্র অনুক্ষণ।


গুরুর কাজে নেইকো ফাঁকি               নিয়ে বসে চাবিকাঠি,
বন্ধ মনের দুয়ার খুলে                     খা তুই দখিন সমীরণ।


এ ভব-সংসার মাঝে                       গুরু এসে বসে পাশে,
জোড়ায় ত্রিতাপ জ্বালা                     সকল রোগ করে হরণ।


কালীচরণ কালীর বেটা                     জ্বলুনি নাই ছিঁটেফোঁটা,
ভয়ে মরে দীক্ষা নিলে                      মায়ে-পোয়ে ঘটে ছেদন।