তোমার ঐ মুক্তাশুভ্র দন্তপংক্তি
কি বিজুরি খেলিল,
রাঙা মেঘের মত অধর মাঝে
পূর্ণশশী হাসিল।


ঝরে সুধা খসি খসি
মধুরিমা বিমসী
হৃদয়ে মোর রাঙিল,
মন কাড়া কোন অচিনসুরে
ভেসে ভেসে চলে দূরে
কিনারা না মিলিল।


নিজের না দিয়ে ফাঁকি
দুর্ব্বলতার চালাকি
নিমেষেতে ঘুচিল,
হালে বলদ জুড়ে নিয়ে
মনের ওপর সরসরিয়ে
পরম চাষা চলিল।


আশার আলোয় লুকালো মুখ
হতাশা রূপ পাপী,
বিশ্বাসে তায় পূর্ণ করি
দিল মনের ঝাঁপি,
সহজ হব মনে করে
রচিনু গান নতুন সুরে
সেই সুরে গান গেয়ে তোমায় -
(মন) ভক্তিভরে পূজিল।।