অনেক খুঁজে গুরুর সাথে
মিল পেয়েছি ভাই,
সে এক অচিন দেশের গিরগিটি যে
চিনতে পারো নাই।


কভু সবুজ, কভু হলুদ,
কভু যে হয় কালো,
কভু বকে, কভু মারে
কভু বাসে ভালো।


কখন তার মতিগতি
বোঝা ভারী দায়,
আবার বলে, এটাই সহজ
আর পারা না যায়।


উপায় যে নেই, তাইতো বলি
গিলে খেছে মোরে,
তড়পে কিছুই লাভ হবে না
নিষ্ফল কষ্টরে।


যা করবে তা জানে সে
আমার চিন্তা নাই,
খেয়াপারের মাঝি আমার
টাকমাথা গোঁসাই।।